আগস্ট ১৯, ২০২০
রমজাননগরে নারী ও শিশু অপহরণের অভিযোগ
ডেস্ক রিপোর্ট : শ্যমনগনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের মুনসুর গাজীর ছেলে এক সন্তানের জনক আলিমের বিরুদ্ধে নারী ও শিশু অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজ স্ত্রী ও শিশু পুত্রকে ফেরে পেতে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছেন ওই এলাকার রনজিত মন্ডলের জামাতা নন্দ কুমার। এজহার সূত্রে জানা যায়, নন্দ কুমার ব্যবসায়িক কাজে প্রায় সময় বাইরে থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছুদিন পূর্বে আলিম নন্দের স্ত্রীকে কু-প্রস্তাব দেয়। বিষয়টি আলিমের পরিবারকে জানালে সে আর এমন ধরনের কাজ করবে না বলে আলিমের পরিবার থেকে আশ^স্ত করা হয়। এরপর গত ১৭ আগস্ট রাতে নন্দ কুমারের শিশু পুত্র প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আলিম ওই গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার বিষয়ে নন্দ কুমারের শ্বশুর রনজিত মন্ডল বলেন, ‘আলিম এ পর্যন্ত বহু মেয়ের জীবন নষ্ট করেছে। তার ঘরে সুন্দরী স্ত্রী সন্তান থাকার পরেও একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে’। আলিম তার কন্যাকে জোর পূর্বক ধর্মান্তরিত করতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এজাহার প্রাপ্তি বিষয়টি নিশ্চিত করে বলেন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 8,013,318 total views, 8,218 views today |
|
|
|