Site icon suprovatsatkhira.com

মুসলিম এইড ইউকে’র উদ্যোগে আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় মাংস বিতরণ

মুসলিম এইড ইউকে, বাংলাদেশ কান্ট্রি অফিস এর অর্থায়নে “কোরবানী কর্মসূচি” প্রতিবছরের ন্যায় এবারোও নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) কর্তৃক বাস্তবায়িত হয়েছে। কর্মসূচির আওতায় প্রাকৃতিক দূর্যোগ সাইক্লোন আম্পানে অধিক ক্ষতিগ্রস্ত এলাকা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ১০০ পরিবার, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ১০০ পরিবার ও প্রতাপনগর ইউনিয়নের ১০০ পরিবার এবং কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের ১০০ পরিবার মোট ৪০০ পরিবারকে কোরবানীর মাংস পৌঁছে দেয়া হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানীর মাংশ পেয়ে এইসব এলাকার অতিদরিদ্র জনগোষ্টী মুসলিম এইড ও এনজিএফ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version