প্রেস বিজ্ঞপ্তি : দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি ৭ আগস্ট রাত সাড়ে ৩টার ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন) তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়া শোক বার্তায় তিনি উল্লেখ করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল গণি দেবহাটা উপজেলাসহ সাতক্ষীরাবাসীর প্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজীবন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করেছেন। তিনি এই বীর যোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/