আগস্ট ২৪, ২০২০
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিনের দাফন সম্পন্ন
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন এক রেমিটেন্স যোদ্ধা। পারিবারিক অস্বচ্ছলতার জন্য ছয় বছর আগে কাজের সন্ধানে মালয়েশিয়াতে পাড়ি জমান মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌখালী গ্রামের হোসেন আলীর পুত্র আল আমিন। মালয়েশিয়াতে অবস্থানকারী ফুফাতো ভাই মোজাফফর হোসেন বলেন, ‘গত ২৮শে জুন রাত থেকে মালয়েশিয়াতে নিখোঁজ হয় আল আমিন। সে আরও বলেন সময় সময় আল-আমিন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তেন। হারিয়ে যাওয়ায় অনেক খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পাওয়া যায়নি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো ছবির সূত্রে ১৩ জুলাই আল আমিনের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি তার পরিবার নিশ্চিত হয়। গত ২৩শে আগস্ট রবিবার মালয়েশিয়ার একটি বিমানে বাংলাদেশ পৌঁছায় আল আমিনের লাশ। সোমবার (২৪ আগস্ট) দুপুর দুইটার দিকে তার গ্রামের বাড়ি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌখালী গ্রামে পৌঁছাতেই আত্মীয়-স্বজন ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পারিবারিক সূত্রে জানা যায়, ছয় বছর আগে সমিতি ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ-দেয়া করে বিদেশে যায় সে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এমন মৃত্যুতে গোটা পরিবার ¯ত্মব্ধ হয়ে গেছে। ইসলামাবাদ দাখিল মাদ্রাসার মাঠে দেড় হাজারের অধিক মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়ে আসরের নামাজের পরে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজ পড়ান ইসলামাবাদ দাখিল মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল মজিদ। 8,013,257 total views, 8,157 views today |
|
|
|