আগস্ট ১২, ২০২০
মানবপাচার প্রতিরোধে কমিউনিটি কাউন্সিলিং অনুষ্ঠিত
মেহেজাবিন সুলতানা: কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে সেন্টার ফর ওম্যান এন্ড চাইল্ড স্টাডিজ (পপিং) এর আশ্বাস প্রজেক্টের আয়োজনে মানব পাচার প্রতিরোধে কমিউনিটি কাউন্সিলিং উপলক্ষে জনসচেতনামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সিডবলুসিএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আরিফুর জামান রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে। মানব পাচার প্রতিরোধে কমিউনিটি কাউন্সিলিং উপলক্ষে আলোচনা করেন সেন্টার ফর ওম্যান এন্ড চাইল্ড স্টাডিজ (পপিং) এর কাউন্সিলার তামান্না আঞ্জুমান। এ সময় অন্যদের মধ্যে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আকলিমা খাতুন,আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য কওসার আলী গাজী,ইউপি সদস্য রফিকুল ইসলাম মিলন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন,এসএম মাহমুদুল হাসান,আছিয়া খাতুন সাথী প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 7,988,131 total views, 4,401 views today |
|
|
|