বেনাপোল প্রতিনিধি : সাতক্ষীরারর ভোমরা স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী খালিদ হুসাইন শান্তকে আটক করেছে র্যাব। খালিদ হুসাইন শান্ত শার্শার কুচেমোড়া এলাকার বড়বাড়িয়া পানবুড়ি গ্রামের কোরবান আলীর ছেলে ও ভোমরা বন্দরের আলেয়া এন্টার প্রাইজের স্বত্বাধিকারী। একটি অপহরণ মামলায় যশোরের শার্শা উপজেলার কুচেমোড়া থেকে তাকে আটক পূর্বক জিম্মি হওয়া বদিউজ্জামান নামে একজন ভিকটিমকে শুক্রবার রাতে উদ্ধার করে র্যাব।
যশোর র্যাব-৬ সূত্র জানায়, ‘সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার শাহ জালালের জামাই বদিউজ্জামান মন্ডলকে খালিদ বেভারেজ প্রা. লি. ফ্যাক্টরির পশ্চিম উত্তর কর্নারে একটি তিনতলা বাড়ির দোতলা ভবনে তাদের আটকে রেখে চাঁদা দাবি করে। এছাড়াও তাকে মারধর করে। যশোর র্যাব-৬ এর পরিচালক লে. সরোয়ার হুসাইন ঘটনার সত্যতা শিকার করে বলেন, ‘ভিকটিমের স্ত্রী সানজিদা আক্তার বিথী ও শ্বশুর শাহ জালালের দেয়া তথ্যমতে ভিকটিমকে উদ্ধার করা হয়। জিম্মিকারী খালিদ হুসাইনকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদার দাবিতে এবং কৌশলে জিম্মি করার অপরাধে বাংলাদেশ পেনাল কোর্ড আইনে মামলা হয়েছে’। এদিকে এ ঘটনায় খালিদ হুসাইন শান্তকে আসামি করে শার্শা থানায় ৩১ জুলাই তারিখে ৪৬ নং মামলা দায়ের করেছে ভিকটিম বদিউজ্জামানের স্ত্রী সানজিদা আক্তার বিথী।