নিজস্ব প্রতিনিধি : বিশ্বমৈত্রী সাংস্কৃতিক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কবি পল্টু বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্বমৈত্রী সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপিকা মুক্তি মতিয়া খান। সভায় সর্ব সম্মতিক্রমে কবি পল্টু বাসারকে সভাপতি ও শামীমা পারভীন রত্নাকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন করা হয়।
এছাড়া জেলা কমিটির সহ-সভাপতি হয়েছেন নাসরিন খান লিপি, মঞ্জুরুল হক, কাজী মাসুদুল হক, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জামি, সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক চৈতালী মুখার্জী, কোষাধ্যক্ষ জান্নাতুল প্রেমা, সাংস্কৃতিক সম্পাদক নাহিদা পারভীন পান্না এবং মাহবুবকে প্রচার সম্পাদক করে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সাইফুল করিম সাবু।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, শেখ মোসফিকুর রহমান মিল্টন, মিলি আফরোজ, আক্তারুজ্জামান কাজল, বিষ্ণু, আশিকা, লিটন, কবরী, সৃষ্টি, সেওতি, ঝিলিক, অনুভা ও ঝরা।