নিজস্ব প্রতিবেদক : বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রæ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ হোসেন নয়ন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা এজাজ আহমেদ স্বপন, এড. তামিম আহমেদ সোহাগ, কাজী আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্র: মফিজুর রহমান, অরুন কুমার ঘোষ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক খন্দকার আনিসুর রহমান আনিস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবির, রফিকুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক তাপস, হাবিব, মোস্তাফিজ, বাবু, আনিস, জাহাঙ্গীর, মাসুদ, রানা, জীবন, মুজিবর প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এড. সাইদুজ্জামান জিকো। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনায় করেন পুরাতন কোর্ট মসজিদের ইমাম শেখ ফিরোজ হাসান।