আগস্ট ১৪, ২০২০
প্রয়াত মৌলভী আনছার উদ্দিনের চল্লিশা উপলক্ষে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠান
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের নলতায় প্রয়াত আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদের চল্লিশা উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নলতা শরীফ শাহী জামে মসজিদে জুম্মা নামাজ শেষে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেমের কর্মময় নানা দিক নিয়ে আলোচনা পরবর্তী দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো: আবু সাঈদ। মিলাদ শরীফের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা মো: আশরাফুল ইসলাম, আলহাজ্জ হাফেজ মো: শামছুল হুদা, হাফেজ মো: হাবিবুর রহমান প্রমুখ। মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও সাবেক সাংসদ মুনসুর আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক রাসেল, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, সহ-সভাপতি ও নলতা পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম আলহাজ্জ মো: আব্দুর রাজ্জাক, থানা অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হুসেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: এনামুল হক খোকন, সহ-সম্পাদক ও খাদেম সাহেবের ভ্রাতা চৌধুরী আমজাদ হোসেন, সহ-সম্পাদক মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, কর্মকর্তা মো: সাইদুর রহমান, মো: ইউনুছ, আবুল ফজল, মো: আজিজুর রহমান পাড়, ডা: নজরুল ইসলাম, রবিউল হক, একরামুল রেজা, শফিকুল হুদা, শফিকুল আনোয়ার রঞ্জু, খায়রুল হাসান, শফিকুল ইসলাম বাচ্চু, মুক্তিযোদ্ধা আবু দাউদ, মো: আনিছুজ্জামান খোকন, ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, ডা: আকবর হোসেন সহ কেন্দ্রীয় ও শাখা মিশনের বিভিন্ন কর্মকর্তা, শুভাকাক্সক্ষী, খাদেম সাহেবের আত্মীয়-স্বজন তথা সরকারি, বেসরকারি নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। 8,996,677 total views, 5,312 views today |
|
|
|