আগস্ট ২৩, ২০২০
প্রতাপনগরের প্লাবিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক: বিকল্প রিং বাঁধের পরিকল্পনা
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। রবিবার (২৩ আগস্ট) সকালে ইউনিয়নটির ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে কল্যাণপুর ক্লিনিক মোড়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যৌথ আলোচনায় সিদ্ধান্ত নিয়ে সোমবার থেকে বিকল্প রিং বাঁধ দিয়ে পানির প্রবাহ আটকে দেওয়ার লক্ষে কাজ চলছে। আমরা পানি উন্নয়ন বোর্ড, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর টিম, ঠিকাদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনিক লোক নিয়ে বসেছি। একটা সমীক্ষা করা হয়েছে তার ফলাফল বিবেচনা করে অচিরেই রিং বাঁধের কাজ শুরু হবে বলে আশা করছি। বেড়ি-বাঁধ গুলোর বর্তমানে যে অবস্থা তাতে এখনই স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে শীতকাল পর্যন্ত দুর্গত মানুষের ভোগান্তি লাঘবে বিকল্প রিং বাঁধ দিয়ে বিভিন্ন এলাকা ভাগ করে পানি প্রবাহ আটকানোর লক্ষে কাজ করব। আগামীতে যে ঝড়-জলোচ্ছ¡াস আসবে সেগুলি মোকাবেলায় আমাদের কাজ করতে হবে’। 8,017,321 total views, 2,374 views today |
|
|
|