নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রূহের মাগফিরাত কামনা করে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ২০২০ পালন করেছে সাতক্ষীরা পৌর যুবলীগ। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিন ব্যাপী শহরের খড়িবিলা এলাকায় ইমান আলীর প্রোজেক্টে কোরআন তিলাওয়াত, দোয়া অনুষ্ঠান, আলোচনা সভা, মাস্ক ও খাদ্য বিতরণ করা হয়। পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমিনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রলীগ নেতা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর কাউন্সিলার জাহাঙ্গীর হোসেন কালু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান মামুন। শোক দিবস উপলক্ষে শহরের খড়িবিলা, ইটাগাছা ও বাঙালের মোড় এলাকায় মাস্ক ও খাদ্য বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, যুবলীগ নেতা রুহুল কুদ্দুস, মো. রনি, মিলন হোসেন, জনি, জুয়েল, মজনু, সালাম, পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোজাহিদুর রহমান অন্ত, সাংগঠনিক সম্পাদক রাকিব, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান সহ যুবলীগ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।