প্রেস বিজ্ঞপ্তি : মুজিব বর্ষে, বাংলাদেশ কৃষক লীগ, কেন্দ্রীয় কমিটির নির্দেশে, দেশব্যাপী এক কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা কে সামনে রেখে, সাতক্ষীরা পৌর শাখা কৃষক লীগের চলমান কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে একটি টকমিষ্টি তেঁতুল বৃক্ষসহ বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর শাখা কৃষক লীগের সভাপতি, সাবেক ছাত্র নেতা মো. সামছুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ মো. আনারুল ইসলাম, সহ সভাপতি মাস্টার মো. আব্দুল খালেক, সহ সভাপতি মো. আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবলুর রহমান, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, পৌর সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র বিশ্বাস, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডা. মো. রুহুল আমিন, ৮নং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ ইসলামসহ অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং সম্মানিত শিক্ষক উপস্থিত ছিলেন।