নিজস্ব প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দেবহাটার পারুলিয়াতে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) পারুলিয়ার খেজুরবাড়িয়াসহ বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক নাসির। এ সময় ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/