আগস্ট ১৯, ২০২০
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় এলাহী বক্স (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় সাতক্ষীরা মহা-সড়কের কেয়া ফুড ইন্ড্রাষ্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি পাটকেলঘাটার বড়কাশিপুর গ্রামের মৃত হারুণ অর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১৯৭১) ভৈরবনগর কেয়া ফুড ইন্ড্রাষ্ট্রিজের সামনে পৌঁছা মাত্র এলাহী বক্সে নামের ওই বৃদ্ধকে চাপা দেয় ঘাতক ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটি রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে একজন প্রত্যক্ষদর্শী ভৈরব নগরের বাসিন্দা মাহবুবুর রহমান জানান, ‘নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মিঠাবাড়ী তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি যাওয়ার সময় তার পিছন থেকে একটি ট্রাক চাপা দেয়’। পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক এস আই সুব্রত কুমার সাহা জানান, ‘নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করে পাটকেলঘাটা থানায় নেওয়া হয়েছে’। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, ‘এ বিষয়ে হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন’। 8,007,449 total views, 2,349 views today |
|
|
|