ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি ইটঊঞ ধষঁসহর ও বুয়েট শিক্ষক সমিতির যৌথ আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাটে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেবহাটার কার্য সহকারী আব্দুস সালামের সহযোগিতায় সাতক্ষীরা শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে উপদ্রæত এলাকায় পৌঁছে দেয়া এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান। খাদ্য সামগ্রীর প্যাকেজে রয়েছে চাউল, আলু, আটা, মুসুর ডাল ও সয়াবিন তেল।
গত ২০মে রাতে সুপার সাইক্লোন আম্পান তান্ডবে কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বেড়ি-বাঁধ ভেঙে যায়। এতে নদ-নদীর পানিতে তলিয়ে যায় ইউনিয়নের অধিকাংশ এলাকা। পানিতে ভেসে যায় ফসলের ক্ষেত, মৎস্য ঘের, সাদা মাছের পুকুরসহ অসংখ্য জলাশয়। ধসে পড়ে কাঁচা ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়ে এলাকার বহু মানুষ। ভাঙন পয়েন্ট দিয়ে পানি ঢুকে জোয়ার-ভাটা খেলতে থাকে পুরো পদ্মপুকুর ইউনিয়নে। ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছেন। বিভিন্ন মাধ্যমে এ খবর জানতে পেরে পদ্মপুকুর ইউনিয়নের অসহায় এসব মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি ইটঊঞ ধষঁসহর ও বুয়েট শিক্ষক সমিতি। উপদ্রত এলাকার বানভাসিদের জন্য ভবিষ্যতে তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি।