মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : অমাবস্যায় অতিরিক্ত পানির চাপে রিং বাঁধ ভেঙে বিলীন হওয়া শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়াতে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি-বাঁধে অবস্থানকারী ৪০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) শ্যামনগর জলবায়ু পরিষদের উদ্যোগে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। শ্যামনগর জলবায়ু পরিষদের নেতৃবৃন্দরা জানায়, গত অমাবস্যার গোনে শ্যামনগর ও কয়রা উপজেলার বিভিন্ন স্থানে নতুন করে ভাঙন সৃষ্টি হয়। প্লাবিত হয় কয়েকটি এলাকা। এসব প্লাবিত এলাকার মানুষের মানবেতর জীবন যাপনের দৃশ্য শ্যামনগর জলবায়ু পরিষদের ফেসবুক পোস্টে আপলোড করলে জলবায়ু পরিষদের ফেসবুক ফ্রেন্ড ও শোয়েব চৌধুরীর সহযোগিতায় এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/