আগস্ট ২৯, ২০২০
ধানদিয়া প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়ার ধানদিয়া বাজারে ধানদিয়া প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার সময় ফিতা কেটে ধানদিয়া প্রেসক্লাবের শুভ উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ধানদিয়া প্রতিনিধি মঈনুল আমিন মিঠু পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের আনাচে কানাচে ঘটে যাওয়া সকল ঘটনাই সমাজের কাছে নিরপেক্ষ ভাবে তুলে ধরাই সাংবাদিকদের অন্যতম কাজ। তিনি আরও বলেন, নিরপেক্ষ সংবাদ ও সাংবাদিকতাই পারে সমাজকে পাল্টে দিতে। তারই ধারাবাহিকতায় কাজ করে যাওয়ার আহŸান জানান ধানদিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক টিপু, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, জয়নগর ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য জয়দেব সাহা, রিডো হেনরি মন্ডল প্রতিবন্ধী স্কুলের পরিচালক হেনরি মন্ডল প্রমুখ। এ সময় সংবাদ-কর্মী শাহিনুর রহমান, মামুন হোসেন, মাহমুদুর রহমান, সেলিম আকুঞ্জি, জাকির হোসেন, ইদ্রিস আলী, মাকফুর রহমান, রাজু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনি অনুষ্ঠান সঞ্চালনা করেন ধানদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার। 7,963,520 total views, 6,745 views today |
|
|
|