নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বিষয়ে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় স্বাস্থ্য ক্যাম্পে ক্লিনিকের আওতাভুক্ত বিভিন্ন গ্রামের ৩০-৬০ বছর বয়সী ১শ’ ৬৪ জন মহিলার জরায়ু মুখ ও স্তন ক্যান্সার নির্ণয়ে পরীক্ষা করা হয় এবং এ সকল রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। পরীক্ষায় ০২ জন মহিলার জরায়ুর সমস্যা চিহ্নিত হয় এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। এ সময় ঢাকা থেকে আগত চিকিৎসকবৃন্দের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নিলুফার ইয়াসমিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক অপূর্ব রঞ্জন মন্ডল, সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার সম্পদ, স্বাস্থ্য সহকারী ছিদরাতুননেছা, ক্লিনিকের ভূমিদাতা রাজেন্দ্র মন্ডল সহ ক্লিনিকে আগত রোগীরা উপস্থিত ছিলেন।
দেবীপুর কমিউনিটি ক্লিনিকে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/