Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ভিটা বাড়ি দখলে বাঁধা দেয়ায় দুই নারীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি : দেবহাটার বহেরায় বিরোধপূর্ণ জমিতে থাকা বসতবাড়ি ভেঙে জোরপূর্বক দখলে নেয়ার প্রচেষ্টাকালে বাঁধা দিতে গেলে দুই নারীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে কুলিয়া ইউনিয়নের বহেরা এলাকায় ঘটনাটি ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তথ্য মতে, বহেরার একটি জমি নিয়ে প্রতিপক্ষ মোসলেম আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি রফিকুল ওরফে ফেন্সি রফিকুলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী জুলফিকারের।

বিষয়টি নিয়ে প্রায় মাস খানেক আগে বসাবসি হলে স্থানীয় ভাবে ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সুষ্ঠু সমাধান করে দেন। সে সময়ে বিচারের সিদ্ধান্ত মেনে নিলেও রবিবার আকর্ষিক লোকজন নিয়ে ঐ জমিটি দখলে নিতে মাদক ব্যবসায়ী রফিকুল (৩০), আব্দুল মজিদের ছেলে আজিজুল ইসলাম (৩৫), নুর আলীর ছেলে সেলিম হোসেন (২৮) সহ কয়েকজন জুলফিকারের বাড়ি ভাঙতে আসে। এসময় জুলফিকারের স্ত্রী শরিফা খাতুন (২২) ও মুনছুর আলীর স্ত্রী ফতেমা খাতুন (৫০) বাধা দিলে তাদেরকে পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের সখিপুর হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শরিফার অবস্থা অবনতি হওয়ায় তাকে ভর্তি রাখা হয়। বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নিতে দেবহাটা থানায় জুলফিকার হোসেন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করার জন্য একজন অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version