নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় বঙ্গমাতা ফজিলাতুননেছার ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহায়ক দীপুয়ার রহমান, মোস্তফা কামালসহ বিভিন্ন পর্যায়ের নারী ও উপকার ভোগীরা সামাজিক দূরত্ব মেনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৬জন নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।