আগস্ট ২১, ২০২০
দেবহাটায় প্রধান শিক্ষকের পিতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের পিতা সাবেক সমাজসেবা অধিদপ্তরের চাকরিজীবী আব্দুস সোবহান (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। জানা যায়, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ও উপজেলা বিআরডিবির ফিল্ড কর্মকর্তা মাসুদ পারভেজের পিতা এবং দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পার ভগ্নীপতি সাবেক সমাজসেবা অধিদপ্তরের চাকরিজীবী আব্দুস সোবহান দীর্ঘদিন অ্যাজমা জনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তিনি গুরুতর অসুস্থ হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে রাতে বাড়িতে চলে আসেন। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী ছিলেন। এলাকাবাসী জানান, মরহুম আব্দুস সোবহান একজন ভাল মনের মানুষ ছিলেন। শুক্রবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। তার এই মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন সরকারী কর্মচারী কল্যাণ পরিষদ, দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল। 8,026,908 total views, 701 views today |
|
|
|