Site icon suprovatsatkhira.com

দেবহাটায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি চাউলের মিল মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেবহাটার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় পাটজাত দ্রব্য ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মতে পাটের পরিবর্তে প্লাস্টিক ব্যবহারের অপরাধে মদিনা ভান্ডার রাইচ মিলের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা ও শেখ রাইচ মিলের মালিক আব্দুর রশিদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাট অধিদপ্তরের সাতক্ষীরার প্রসিকিউসার অফিসার আমির হোসেন, দেবহাটা থানার এস আই মোজাম্মেল হোসেন ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকলকে সরকারের আইন মেনে কাজ করতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version