নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় নারী ও শিশু বিষয়ক সরকারি পরিসেবা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দেবহাটা এরিয়া প্রোগ্রামের দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বাস্তবায়নকারী সংস্থা সুশীলন কর্তৃক পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া ও দেবহাটা সদর ইউনিয়নের শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে সমাজসেবা বিভাগ হতে প্রদত্ত নারী ও শিশু বিষয়ক সরকারি পরিসেবা সংক্রান্ত সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সাথে সমাজসেবা বিভাগ হতে প্রদত্ত নারী ও শিশু বিষয়ক বিভিন্ন সরকারি সেবাসমূহ সম্পর্কে আলোচনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার। তিনি সভায় উপস্থিত সকলকে সমাজসেবা বিভাগের এই সকল সেবা সমূহের তথ্য স্ব স্ব এলাকার সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়ার আহŸান জানান। যাতে করে মানুষ তাদের প্রয়োজনীয় সেবা সমাজসেবা বিভাগ থেকে সহজেই গ্রহণ করতে পারে। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের সুশীলনের মনিটরিং অফিসার মামুন হোসেন ও ফিল্ড সুপারভাইজার প্রশান্ত কুমার মন্ডল।