দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুম ক্লাউডের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় জাতীয় শোক দিবস পালনে সরকারের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে পালনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।