নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভূমিহীন অধ্যুষিত জনপদ দেবহাটা উপজেলার নোড়ারচকে প্রতিপক্ষদের পূর্ব পরিকল্পিত হামলায় সঞ্জয় মন্ডল (৩৮) ও মিনতি মন্ডল (৩৩) নামের এক ভূমিহীন দম্পত্তি গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে সঞ্জয় মন্ডল বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং অদ্যাবধি তার স্ত্রী মিনতি মন্ডলের জ্ঞান না ফেরায় ও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে ভূমিহীন জনপদ নোড়ারচক মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যাওয়ার সময় পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে প্রতিপক্ষরা তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ আহতের পরিবারের।
আহতদের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে নোড়ারচকের ভূমিহীন ছদ্মবেশধারী ভূমিদস্যু বাবুরাম মন্ডল ও কেনারাম মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্রিক বিরোধ চলে আসছে। কেনারাম মন্ডলের সাথে ভূমিহীন দম্পতি সঞ্জয় মন্ডল এবং তার স্ত্রী মিনতি মন্ডলের সুসম্পর্ক থাকায় তাদের ওপর ক্ষিপ্ত ছিল ভূমিদস্যু বাবুরাম ও তার দলবল। দেবহাটার পারুলিয়ার মধ্যভাগ থেকে আশাশুনি অভিমুখে একপাশে নোড়ারচক এবং অন্যপাশে পলগাদা গ্রামকে বিভক্ত করে আছে সাপমারা খাল। সাপমারা খালের পাশেই সঞ্জয় দম্পতির বসত ঘরের পাশ দিয়ে দু-পাড়ের মানুষের পারাপারের জন্য যুগ যুগ ধরে একটি বাঁশের সাঁকো ছিল। কিন্তু সম্প্রতি সাপমারা খাল খননের সুবিধার্থে ওই বাঁশের সাঁকোটি উঠিয়ে ফেলা হয় এবং খনন শেষে আবারও সাঁকো নির্মাণের কথা ছিল।
এরই মধ্যে কেনারামের সাথে সুসম্পর্ক থাকায় সঞ্জয়ের বাড়ির পাশে ভেঙে ফেলা ওই সাঁকোটি পুনরায় নির্মাণে বাঁধা হয়ে দাঁড়ায় ভূমিদস্যু কেনারামের চিরশত্রæ অপর ভূমিদস্যু বাবুরাম মন্ডলসহ তার দলবল। কিন্তু স্থানীয় পর্যায়ে সালিশের মাধ্যমে জনস্বার্থে ওই বাঁশের সাঁকোটি পুনরায় নির্মাণের সিদ্ধান্ত দেয়ায় মুখ থুবড়ে যায় ভূমিদস্যু বাবুরামের। ফলে সঞ্জয় ও তার স্ত্রী মিনতিকে অন্যভাবে শায়েস্তা করার পরিকল্পনা করে তারা।
এরই মধ্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে কেনারাম মন্ডলের সাথে সঞ্জয়ের স্ত্রী মিনতির অবৈধ সম্পর্ক রয়েছে বলে বাবুরামসহ তার লোকজন এলাকায় অপপ্রচার শুরু করে।
মঙ্গলবার রাত ৮ টার দিকে স্বামী সঞ্জয়ের সাথে মিনতি মন্ডল নোড়ারচক মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যাচ্ছিলেন। সে সময়ে পথিমধ্যে ওত পেতে থাকা বাবুরাম মন্ডল, সন্তোষ মন্ডলের ছেলে রাজীব মন্ডল, শশীভূষন মন্ডলের ছেলে শিবনাথ মন্ডল, সুরেন্দ্র মন্ডলের ছেলে অজিত মন্ডল, সুশীল মন্ডলের ছেলে সুপদ মন্ডল, অনাথ মন্ডলের ছেলে বিভাস মন্ডল, বাবুরাম মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল, রনজিৎ মন্ডলের ছেলে বিষ্ণুপদ মন্ডল, রঞ্জন মন্ডলের ছেলে শান্ত মন্ডল ও নির্মল মন্ডলের ছেলে কৃষান মন্ডলসহ অজ্ঞাত কয়েকজন লাঠিশোঠা নিয়ে সঞ্জয় ও তার স্ত্রী মিনতির ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এ সময়ে হামলাকারীরা মিনতি মন্ডলের শ্লীলতাহানীসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম এবং পাশে থাকা মৎস্য ঘেরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে।
এক পর্যায়ে সঞ্জয় মন্ডল ও তার স্ত্রী মিনতি মন্ডল জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে মৃত ভেবে ফেলে রেখে যায় বাবুরাম ও তার দলবল।
পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু মিনতি মন্ডলের অবস্থা আশঙ্কাজনক এবং বারো ঘণ্টা পেরিয়ে গেলেও জ্ঞান না ফেরা ও ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভূমিহীন দম্পতি আহতের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনার পর পরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে এবং বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারী বাবুরাম মন্ডলসহ তার দলবলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে আহতের পরিবার সূত্রে জানা গেছে।
দেবহাটার নোড়ারচকে প্রতিপক্ষের হামলায় ভূমিহীন দম্পত্তি জখমের অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/