আগস্ট ১০, ২০২০
তালায় সড়ক দুর্ঘটনায় দুই আরোহী নিহত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা মহা-সড়কে পড়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে কেএম রোকানুজ্জান লিটু মোল্যা (৪৫) ও এসএম শাকিব হোসেন (৩৭) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ১২টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কে এম রোকানুজ্জান লিটু মোল্যা খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হিসাবরক্ষক ও খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। এছাড়া এসএম শাকিব হোসেন একই হাসপাতালের অফিস সহকারী ও খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রাহ্মগাতি গ্রামের মৃত এস এম বিল্লাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লিটু মোল্লা ও শাকিব হোসেন একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরার দিকে আসছিলেন। বেপরোয়া গতিতে আসার ফলে মির্জাপুরে মহা-সড়কের উপর বিকল হয়ে পড়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। 8,017,309 total views, 2,362 views today |
|
|
|