আগস্ট ১৯, ২০২০
তালার সুভাষিণী বালিকা বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
তালা প্রতিনিধি : তালার সুভাষিণী সৈয়দ দিদার বখ্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আলীর বিরুদ্ধে আয়া পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগের সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের তদন্তে সত্যতা মিলেছে। জানা গেছে, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়া পদের জন্য গত ০৩/০৭/২০২০ তারিখে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর আগে একের পর এক নিয়োগ বাণিজ্যে দর বাড়ানোর জন্য কৌশলে তিন বার পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সর্বশেষ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উপজেলার সুভাষিণী গ্রামের আব্দুল্লাহ আল-মামুনের স্ত্রী উম্মে হাবিবা উক্ত পদের জন্য আবেদন করে। উম্মে হাবিবার মত আরও কয়েকজন উক্ত পদে আবেদন করলে উচ্চ টাকার রফা-দফায় নিয়োগ পরীক্ষার আগেই একজনের নিয়োগ চুড়ান্ত করা হয়। 8,026,694 total views, 487 views today |
|
|
|