আগস্ট ৭, ২০২০
ঝাউডাঙ্গা বাজারে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন
স্টাফ রিপোর্টার : গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বেতনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝাউডাঙ্গা বাজারে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় বিপর্যস্ত হচ্ছে জনজীবন। ইউনিয়নের রাজবাড়ী, হাচিমপুর, রঘুনাথপুর, হাজিপুর, মোহনপুর, বিহারিনগর, গোবিন্দকাটিসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য এ বাজারেই উঠতে হয়। দেখা গেছে, বাজার, ইউনিয়ন পরিষদ চত্বরসহ অধিকাংশ নিচু এলাকায় জমে আছে প্রায় হাঁটু পানি। ফলে ব্যবসায়ী ও ক্রেতাদের জীবন যাপন হয়ে উঠেছে দুর্বিষহ। স্থানীয় কাঁচা বাজার ব্যবসায়ী মনিমোহন ঘোষ বলেন, ‘গত দু’দিন ধরে অল্প অল্প করে পানি বৃদ্ধি হতে হতে আজ পুরো বাজারটি পানিতে ডুবে আছে। এ কারণে হাঁটে বসতে পারছি না’। কাঁচামাল ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘জলাবদ্ধতার কারণে আমরা হাঁটে বসতে পারছি না। জীবিকার তাগিদে বাধ্য হয়ে মেইন রাস্তার পাশে কাঁচামাল গুলো নিয়ে বসেছি। আমরা দিন আনি দিন খাই। জলাবদ্ধতার কারণে আমাদের ব্যবসাও প্রায় বন্ধ’। 8,027,145 total views, 938 views today |
|
|
|