আগস্ট ৫, ২০২০
জয়নগরে ঘর ছাড়া প্রেমিক যুগল ক্ষোভে ছেলের বাড়ি ভাঙচুর
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে প্রেমের টানে ঘর ছেড়েছেন এক প্রেমিক যুগল। স্থানীয়রা জানায়, ইউনিয়নের খোর্দবাটরা গ্রামের বাবুর আলীর ছেলে তরিকুল গাজী (২৮) ও খলিল শেখের মেয়ে রিমা শেখ (১৮) প্রেমঘটিত কারণে সকলের অজান্তে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। এই ঘটনার জেরে সোমবার (০৩ আগস্ট) তরিকুলের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তরিকুলে পরিবারের লোকজন বলছেন রাগের বশে মেয়ের পরিবারের লোকজন এ ভাঙচুর চালিয়েছে। তবে সরেজমিনে জানা গেছে, গত ১ মাস আগে তরিকুল গাজী ও রিমা শেখ প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। পরিবারের লোকজন ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বরের সহযোগিতায় ৩দিন পরে তাদের দুই জনকে বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হয়। দুই পরিবারের হাতে তুলে দেওয়া হয় ছেলে ও মেয়েকে। এরপর বাড়িতে ফেরার ১দিন পরে তরিকুল গাজী ও রিমা শেখ আবারও পালিয়ে যায়। তবে ঘটনার ১ মাস অতিবাহিত হলেও এখনও তাদের খুঁজে পাওয়া যায়নি। এদিকে ছেলে ও মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পর মেয়ের পরিবারের চাপ সইতে না পেরে হঠাৎ ছেলের পিতা বাবুর আলী তার স্ত্রী নিরুদ্দেশ হয়ে যান বলে জানিয়েছেন তরিকুলের দুই চাচি মোমেনা খাতুন ও জোহরা খাতুন। তারা জানান, সোমবার সকালে রিমার মা ও ভাই গালি গালাজ করতে করতে বাড়িতে হামলা করে। তারা আরও জানান, ‘মেয়ে ও ছেলে নিরুদ্দেশ হওয়ার পর থেকে এমন নির্যাতন সইতে হচ্ছে আমাদের। আমরা পুলিশ প্রশাসনের কাছে সঠিক বিচার চাইছি’। এ বিষয়ে খলিল শেখ জানান, ‘ঘটনাটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছুই না’। জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 7,988,784 total views, 551 views today |
|
|
|