নিজস্ব প্রতিনিধি : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদায় পালিত করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২ টায় ছাত্রলীগের পাটি অফিসে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে রান্না খাবার বিতরন করেন জেলা ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ। এছাড়া সাতক্ষীরা সদর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জেলা ছাত্রলীগের আহবানে মিলাদ দোয়া প্রার্থনা করে পৌর ছাত্রলীগ ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃত্ববৃন্দ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জেলা ছাত্রলীগের রান্না খাবার বিতরন উদ্বোধন করেন। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা যুবলীগের নেতা জি এম ওয়াহিদ পারভেজ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক জামান শাহেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিক, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আসিফ শাহবাজ খান, সদর ছাত্রলীগের সাবেক সভাপতি হাসানুজ্জামান শাওন, ছাত্রনেতা শোভন, রোমান, আসিফ মাহমুদ সহ প্রমুখ।