নিজস্ব প্রতিনিধি : ১৫ আগস্ট ২০২০ শতাব্দীর মহানায়ক,স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাংলার রাখাল রাজা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা শ্রমিক লীগ কার্যালয়ে দুপুর ১২ ঘটিকার সময় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাইফুল করিম সাবু।
এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও ১৫আগস্ট উদযাপন কমিটির আহŸায়ক কাজী শরিফুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সরদার সহ জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের নৃশংস ভাবে হত্যা করার জন্য বিদেশে পলাতক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরী করার জন্য দাবি জানান এবং বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের উন্নয়নের রূপকার, দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ও বর্তমান মহামারি করোনাভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে মাক্স ব্যবহার করে স্বাস্থ্য বিভাগের নিয়ম নীতি মেনে চলার জন্য সকলের প্রতি উদাত্ত আহŸান জানানো হয়। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাস টার্মিনাল মসজিদের পেশ ইমাম। দোয়া অনুষ্ঠান শেষে খাদ্য বিতরণ করা হয়।