সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার সামাজিক সংগঠন গাবুরা রক্তদান সংস্থার আগামী ১ বছরের জন্য ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে গাবুরা রক্তদান সংস্থা কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আগামী এক বছরের জন্য মো: আবু হাসানকে সভাপতি ও মো: আবুল হোসেন বাবুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আল হুদা মালী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন শান্নু, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক আবু হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আজমুন নাহার। একই সাথে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবসে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচী ও বৃক্ষ রোপণ কর্মসূচী ঘোষণা করা হয়।