খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেধাবী শিক্ষার্থী খাজরার আবু তালেব সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে খাজরা ইউনিয়নের ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। আবু তালেব খাজরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইনতাজ সরদার ও রিজিয়া খাতুন দম্পতির কনিষ্ঠ পুত্র। আবু তালেব প্রকৌশলী হয়ে দেশের সেবায় কাজ করতে চাই। সে তার ফলাফলের জন্য অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সকলের নিকট দোয়া চেয়েছেন।