ডেস্ক রিপোর্ট : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন বিপদমান দু’গ্রæপের মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাত্র ৮ টার দিকে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
খাজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম সমর্থক গ্রæপ ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ সমর্থক গ্রæপের মধ্যে দীর্ঘদিনের সংঘর্ষ, হামলা-মামলায় এলাকাবাসী চরম বিপর্যস্থ হয়ে পড়েছেন। এলাকাবাসীসূত্রে প্রাথমিক তথ্যে জানাগেছে, বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান গ্রæপের কয়েকজন গদইপুর মাধ্যমিক বিদ্যালয়ের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এসময় প্রতিপক্ষের সমর্থকরা সেখানে উপস্থিত হলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ওয়ায়েছ করনী, তুহিন, রফিকুল ইসলামসহ দু’পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/