প্রেস বিজ্ঞপ্তি : দেবহাটা-কালিগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন কেন্দ্রবিন্দু’র ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংগঠনটির উপদেষ্টাবৃন্দ ২ বছর মেয়াদী এ কমিটি অনুমোদন করেন। এতে রুহুল কুদ্দুস চাঁদুকে সভাপতি ও ইমদাদুল হক সোহাগকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটিতে আরও আছেন, সিনিয়র সহ-সভাপতি জুবাইর ইসলাম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দিন আহমেদ, মোনায়েম গাজী ও আরিজুল আলম, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান খোকা, মোস্তাফিজুর রহমান মিঠু ও আলী তারেক, কোষাধ্যক্ষ জি এম আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক শাহেদ পারভেজ, প্রচার সম্পাদক শরফুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান রনি, ক্রীড়া সম্পাদক মো: মোরসেলিম, সমাজকল্যাণ সম্পাদক আরিফ হাসান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আছেন, আসিফ বিল্লাহ, গালিব শাহরিয়ার ও শাহরিয়ার ফুয়াদ।
উল্লেখ্য, গত ৩ আগস্ট শিক্ষা, ঐক্য, মানবতা এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেন্দ্রবিন্দু’ আত্মপ্রকাশ করে।
কেন্দ্রবিন্দু’র সভাপতি রুহুল কুদ্দুস সম্পাদক ইমদাদুল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/