নিজস্ব প্রতিনিধি : ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে আশাশুনির কুল্যায় মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে কুল্যা ইউনিয়ন ছাত্রলীগ। বুধবার বিকালে কচুয়া বালিকা বিদ্যালয়ে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম, ইউপি সদস্য আব্দুল আজিজ, আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুল আব্দুল গফফার সরদার, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক কে এম আলমগীর মাহমুদ, শিক্ষক করুনাময় সানা, বিশিষ্ট ব্যবসায়ী অমিত ঘোষ, অ্যাড. খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি উজ্জ্বল ঘোষ, সাধারণ সম্পাদক আবু রাহায়ন প্রমুখ উপস্থিত ছিলেন।