আগস্ট ১০, ২০২০
কুলিয়ায় টেকসা ফাউন্ডেশনের কর্মীদের মাঝে সাইকেল বিতরণ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় টেকসা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যক্রম গতিশীল করতে মাঠ পর্যায়ে সেবা প্রদানকারী কর্মীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১০আগষ্ট) সকাল ১০টায় কর্মীদের মাঝে বাই সাইকেল তুলে দেন কুলিয়া টেকসা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুকুল। এসময় টেকসা ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক মুকল বলেন, এলাকায় দরিদ্র দূরীকরণ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, নারী-পুরুষের সমতার বিকাশ সাধন করা ও মানুষের সেবা করা আমাদের লক্ষ। তিনি আরো বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করে বেকার দূরীকরণ, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে ক্ষুদ্র ঋণ বিতরণ ও ঋণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা টেকসা ব্যবসায়ী সমবায় সমিতির মূল লক্ষ। এসময় টেকসা ফাউন্ডেশনের সহ-সভাপতি অঞ্জন দাস ও ক্যাশিয়ার নির্মল কুমার সরকারসহ সমিতির কর্মীরা উপস্থিত ছিলেন। 8,013,269 total views, 8,169 views today |
|
|
|