আগস্ট ২৬, ২০২০
কিশোরীর পিত্ত থলিতে পাথর নেই তবুও অস্ত্রোপচার
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিশু ও জেনারেল হাসপাতালে ডক্টর ইসমাঈল হোসেন এক কিশোরীর পিত্ত থলিতে ভুল অপারেশন করেছেন। এ বিষয়ে ডক্টর ইসমাঈল হোসেন বলেন, আমি রোগীকে বলেছিলাম ল্যাব / কম্পিউটার এ বা হাতে কাটা করাতে। রোগীর অভিভাবক দের সাথে কথা বলে তিনি হাতে কাটলেন এবং কোন পিত্ততে পাথর পাননি। তিনি কেনো রিপোর্ট না করে মেয়েটার এত বড় অপারেশন করলেন জানতে চাওয়ায় তিনি বলেন, রোগীর তো হাটা চলা খাওয়ায় কোন সমস্যা হবে না। এ বিষয়ে মেয়েটার অভিভাবক মেয়েটার ভাই বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর নিকট একটা অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগএর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমিজেরিন কান্তা বলেন, আমি এখন ও লিখিত অভিযোগ পায়নি। পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 8,013,275 total views, 8,175 views today |
|
|
|