Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ব্যবসায়ী পলাতক

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তবে এ সময় মাদক চোরাকারবারী চক্রের কাউকে আটক করতে পারিনি পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক ফেরদৌস আনামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার বসন্তপুর খাদ্য গুদাম এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকার মৃত নুর উদ্দিন গাজীর ছেলে আকবার আলী গাজী (৪০) একটি ব্যাগ নিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে ওই মাদক ব্যবসায়ী ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে রাখা ব্যাগ তল্লাশী করে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version