আগস্ট ৭, ২০২০
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোছা: নুর নাহার পারভীন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার শেখ শাহিনুর ইসলামের স্ত্রী এবং মৌতলা ইউনিয়নের পিরোজপুর গ্রামের আব্দুল মালেক মোড়লের মেয়ে। থানার সহকারী উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম জানান, শুক্রবার (০৭ আগস্ট) সকাল ৯ টার দিকে গৃহবধূ নুরনাহার তার পিতার বাড়িতে টিভি দেখার উদ্দেশ্যে টিভির প্লাগ লাগানোর সময় তিনি বিদ্যুৎতায়িত হন। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক অপর্ণা রাণী বিশ্বাস মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (মামলা নং-২৩)। এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে নিজ বাড়িতে কাঠে রেন্দা দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের বাবর আলী বিশ^াসের ছেলে কাঠমিস্ত্রী সালাহ উদ্দীন বিশ^াস (৩২)। 8,953,162 total views, 8,912 views today |
|
|
|