নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে ১৮ বোতল ফেন্সিডিলসহ ইদ্রিস আলী গাজী ওরফে ইদু (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক হয়েছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের শেয়ারা গ্রামের মৃত মনসুর আলী গাজীর ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, বুধবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার শেয়ারা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ইদ্রিস আলী গাজী ওরফে ইদুকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/