নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার রতনপুর ইউনিয়নের পালতকাটি গ্রামের নুর আলী গাজীর ছেলে শাহ আলম (২২) ও শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলি গ্রামের ইউনুস মোড়লের ছেলে শাহিনুর রহমান (১৮)। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, বুধবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার কাটুনিয়া রাজবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শাহ আলম ও শাহিনুরকে আটক করা হয়। আসামিদেরকে বৃহস্পতিবার (২০ আগস্ট) আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/