Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে কালিগঞ্জে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে উপজেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, বিশেষ বক্তা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক শেখ ইকবাল আলম বাবলু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার, ছাত্রনেতা শেখ রাসেল প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহস গাজী, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্ল্যাহ আল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version