আগস্ট ২৭, ২০২০
কালিগঞ্জে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে কালিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা সদর ফুলতলা মোড় চত্বরে উপজেলা ছাত্রলীগের কর্মী ও সমর্থকদের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওসমান খানের সভাপতিত্বে সভায় উদ্বোধনি বক্তব্য রাখেন প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক শেখ ইকবাল আলম বাবলু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জ্বল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, রাসেল স্মৃতি সংসদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাকিব আহমেদ রাজু, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্ল্যাহসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সভা শেষে দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। 8,951,014 total views, 6,764 views today |
|
|
|