আগস্ট ৪, ২০২০
কালিগঞ্জের খানপুর থেকে কৃষ্ণনগর বাজারের রাস্তাটি যেন মরণ ফাঁদ
জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার খানপুর থেকে কৃষ্ণনগর বাজারে যাতায়াতের রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার কার্পেটিং উঠে বড় বড় খানা খন্দে যানবাহন উল্টে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, কৃষ্ণনগর বাজারটি জেলার দ্বিতীয় বৃহত্তম বাজার। এই বাজারে প্রতিদিন ১০ থেকে ৩০ টি মালবাহী ট্রাক প্রবেশ করে। যার মধ্যে কাচা শাক সবজি আর ফার্মের মুরগি বহনের জন্য অন্য জেলা থেকেই বেশি যানবাহন এ বাজারে আসে। এছাড়া স্থানীয়দের যে কোন প্রয়োজনে বাজার কেন্দ্রিক ভাঙাচোরা এই রাস্তাটিই ব্যবহার করতে হয়। পথচারী আব্দুল মহিদ জানান, ‘কৃষ্ণনগর বাজারে যাওয়ার এই একটাই পাকা রাস্তা। কিন্তু রাস্তাটি সংস্কারের অভাবে এমন জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে যে এ রাস্তায় আর চলাচল করা যায় না। এছাড়া প্রায় সময় ভ্যান উল্টে যায়। মোটরসাইকেল নিয়ে সাধারণ মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। রাস্তাটি জরুরী সংস্কার করা দরকার’। স্থানীয়রা বাসিন্দারা জানায়, ‘কৃষ্ণনগর বাজার প্রতি বছর ডাক হয় প্রায় চার লক্ষ টাকা। এই বাজারে আছে কয়েকটি ব্যাংকের শাখা, কয়েকটি এনজিও। কিন্ত খানপুর থেকে যে রাস্তা খারাপ কয়েকটি বছর তা যেন দেখার কেউ নেই। প্রায় সময় গাড়ি গুলো দুর্ঘটনায় কবলে পড়ছে। এমতাবস্থায় রাস্তাটি জরুরী সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 8,017,669 total views, 2,722 views today |
|
|
|