Site icon suprovatsatkhira.com

কলারোয়া পৌরসভায় পানি প্রযুক্তি ব্যবস্থাপনা টেকসইকরণ কর্মশালা

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পৌরসভায় পানি প্রযুক্তি ব্যবস্থাপনা টেকসইকরণ বিষয়ক কর্মশালাসহ করোনা ভাইরাস সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় রবিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় পৌর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, কাউন্সিলার আকিমুদ্দীন আকি দফাদার, মেঝবাহ উদ্দিন নিলু, আলফাজ হোসেন, লুৎফুন্ন নেছা, পৌরসচিব তুষার কান্তি দাস, সিনিয়র সহকারী ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, বিদ্যুৎ উপ-সহকারী প্রকৌশলী এস এম সোহরাওয়ার্দী হোসেন, সহকারী হিসাব রক্ষক ইমরুল হোসেন, উপজেলা প্রাকটিক্যাল অ্যাকশান কর্মকর্তা শাহানাজ পারভীন মিনা, অফিস সহকারী বাবু, মিলনসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা বিপ্লব হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version