কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা কালেকশন বুথ, বিষ খাওয়া রোগীদের ওয়াশ শেড, টিকিট কাউন্টার এবং তথ্যকেন্দ্র ও স্বাস্থ্য শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য প্রদত্ত টিআর এর ২ লক্ষ টাকাসহ জিআর এর টিন সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্স করোনার নমুনা সংগ্রহের বুথসহ কয়েকটি সংস্কার কাজ করেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সংস্কারকৃত ওই উন্নয়নের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেবা কেন্দ্রর উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ এইচ অ্যান্ড এফপিও) ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এনও) মৌসুমী জেরিন কান্তা ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডা. শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সসয় চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।