কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার কৃতি সন্তান ও দৈনিক আমাদের সময় পত্রিকার ক‚টনৈতিক প্রতিবেদক আরিফুজ্জমান মামুনের উদ্যোগে নাভানা গ্রæপের অর্থায়নে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কনসেন্টটেটর মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় থেকে এ মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমানের হাতে এই কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়া মেশিনটি তাঁর হাতে তুলে দেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ অক্সিজেন কনসেন্টটেটর মেশিন কলারোয়ার মানুষের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক সাথে দুইজন শ্বাস কষ্ট জনিত রোগী ব্যবহার করতে পারবে। এর আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা। তিনি আরো বলেন, এই কৃতিসন্তান তার জন্মভূমির মানুষদের ভালোবেসে এর আগে ২ টি ভ্যানটিলেটার প্রদান করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করে বাংলাদেশের একটি স্বনামধন্য দৈনিক পত্রিকায় চাকরি করেন ও পাশাপাশী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করার প্রত্যয় নিয়ে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।