নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ভাইপোদের নামে জমি লিখে দেওয়ার ঘটনায় প্ররোচনামূলক দায়েরকৃত মামলায় আসামীদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই এবং আসামীরা আইনানুযায়ী অত্র মামলা হতে অব্যাহতি পেলে কোন আপত্তি নেই বলে জানিয়েছেন মামলার বাদী মোছাঃ সোনাভান বিবি(৬৫)। তিনি কলারোয়া উপজেলার বহুড়া গ্রামের মোঃ ওয়াজেদ আলীর স্ত্রী। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এ মতামত ব্যক্ত করেন তিনি।
এ ব্যাপারে বৃহস্পতিবার (৬আগষ্ট) তিনি সাতক্ষীরার বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে একটি এফিডেভিট সম্পাদন করেছেন বলে জানান।
এফিডেভিটে তিনি উল্লেখ করেন, বিগত ০৩/০৩/২০২০ তারিখে নিজ ইচ্ছায় কলারোয়া সাব রেজিষ্ট্রি অফিসে যাই। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় দানপত্র দলিলের মর্ম জানিয়া বুঝিয়া এবং অবগত হইয়া ১। মোঃ ই¯্রাফিল বিশ্বাস(৫০), ২। মোঃ আজিজুল বিশ্বাস ওরফে আরিজুল(৪৫) ও ৩। মোঃ জাহাঙ্গীর বিশ্বাস(৪২), সর্ব পিং-মৃত ইসমাইল বিশ্বাস, সাং-বহুড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাদের নামে রেজিষ্ট্রী দানপত্র দলিল করিয়া দেই। যাহার দানপত্র দলিল নং ১২৩৯/২০২০।
তিনি আরো উল্লেখ করেন, আমার অন্যান্য ভাইপো এবং স্থানীয় লোকজনের প্ররোচনায় ও কথামত ভুল বুঝিয়া উল্লেখিত আমার তিন ভাইপো এবং কলারোয়া সাব রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক পলাশের বিরুদ্ধে ০৫/০৬/২০২০ তারিখে কলারোয়া থানায় মামলা দায়ের করেছিলাম, মামলা নং ১৭৬/২০২০। প্রকৃতপক্ষে আমি কোন লেখাপড়া জানিনা শুধুমাত্র স্বাক্ষর করিতে পারি। উক্ত মামলার আসামীদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ আমাকে পড়াইয়া শুনানো হয় নাই এবং আসামীদের বিরুদ্ধে উক্ত মামলার অভিযোগ সম্পর্কে আমি কিছুই জানিনা। উল্লেখিত তিন ভাইপো এবং এজাহার নামীয় ৪নং আসামী পলাশের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই।
এফিডেভিটে মামলার বাদী মোছাঃ সোনাভান বিবি প্রতিজ্ঞা পূর্বক ঘোষণা করেন যে, আমি আসামীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোন স্বাক্ষ্য দিবনা বা আমার পক্ষে কোন স্বাক্ষী আসামীদের বিরুদ্ধে স্বাক্ষ্য দিবেনা। উল্লেখিত মামলার আসামীরা আইনানুয়ী অব্যাহতি পাইলে আমার কোন আপত্তি নাই। ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য।
কলারোয়ায় প্ররোচনামূলক মামলা থেকে আসামীদের অব্যাহতি চান বাদী
https://www.facebook.com/dailysuprovatsatkhira/