আগস্ট ৭, ২০২০
করোনায় আক্রান্ত সাংবাদিক রাজিবের সুস্থতা কামনা করে দোয়া
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজিবের করোনা মুক্তির জন্য শ্যামনগরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) পবিত্র জুম্মার নামাজের পর ঐতিহ্যবাহী বংশীপুর শাহী মসজিদ, শিরিফলকাটি আজিজিয়া হাফিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, পানখালী চুনার বাইতুন নুর জামে মসজিদ, মুন্সিগঞ্জ বিজিপি ক্যাম্প জামে মসজিদ, কুলতলী জামে মসজিদ ও মুন্সিগঞ্জ নদীরধার বাইতুন নুর জামে মসজিদ, ধানখালী বাইতুন নুর জামে মসজিদে রাজিবের জন্য দোয়া করেন মসজিদের ইমাম ও সুসল্লিরা। দোয়া অনুষ্ঠানে আহসানুর রহমান রাজিবসহ বিশ্বের সকল মুসলিমদের জন্য দোয়া করা হয়। বিশ্ব মহামারি করোনা ভাইরাস থেকে পৃথিবীকে মুক্তি ও আক্রান্ত ব্যক্তিদের মুক্তিদানের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে যমুনা টিভির স্টাফ রিপোর্টার, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সহযোগী সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, সুন্দরবন বনজীবি উন্নয়ন সংস্থার উপদেষ্টা, সুন্দরবনকে দস্যুমুক্ত করার অগ্রণী ভূমিকা পালনকারী আহসানুর রহমান রাজিবের জন্য এ বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। 8,953,899 total views, 9,649 views today |
|
|
|